- Home
- Entertainment
- Bengali Cinema
- কথা বলা পুতুলের নাটক! 'ভূতো'র গল্পে শিহরণ জাগাল পলাশ অধিকারী, অভিজিৎ ঘোষ
কথা বলা পুতুলের নাটক! 'ভূতো'র গল্পে শিহরণ জাগাল পলাশ অধিকারী, অভিজিৎ ঘোষ
কথা বলা পুতুলের নাটক! 'ভূতোর গল্পে জমজমাট অ্যাকাডেমি
| Published : May 14 2024, 03:35 PM IST
- FB
- TW
- Linkdin
শহরের বুকে কথা বলা পুতুলের নাটক!
শহরের বুকে কথা বলা পুতুলের নাটক! অ্যাকাডেমিতে নাট্যস্থ হল সত্যজিৎ রায়ের ‘'ভূতো’ তাও আবার ভেন্ট্রিলোকুইজম-এর মাধ্যমে যা দেখে রীতিমতো তাক লেগে গিয়েছে দর্শকদের।
শহরের বুকে কথা বলা পুতুলের নাটক!
ভেন্ট্রিলোকুইজমের মাধ্যমে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে নাটকটি। এদিন দর্শকদের মন জয় করে নিয়েছে পলাশ অধিকারীর অনবদ্য অভিনয়।
শহরের বুকে কথা বলা পুতুলের নাটক!
এই নাটকে দর্শকদের মনে ছাপ ফেলেছে অভিজিৎ ঘোষ নামে আরও এক ভেন্ট্রিলোকুইস্টের প্রতিভা। এদিন নিজেদের প্রতিভার জেরে মঞ্চ কাঁপিয়েছেন এই দুই শিল্পী।
শহরের বুকে কথা বলা পুতুলের নাটক!
সত্যজিৎ রায়ের গল্পকে দর্শকদের সামনে একবারে নতুন ভাবে তুলে ধরেছে কাব্যকলা মনন ও দেবান্তরা আর্টস। 'ভূতো-র অপরূপ মঞ্চসজ্জা যেন ভীনদেশে নিয়ে গিয়েছিল দর্শকদের।
শহরের বুকে কথা বলা পুতুলের নাটক!
ছিল রং-বেরঙের আলোর কারসাজি। এ ছাড়াও কলাকুশলিদের অভিনয় দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন দর্শকরা। এই ভাবে ভেন্ট্রিলোকুইজমের মাধ্যমে এত সুন্দর একটি নাটক উপস্থাপনা করা যেতে পারে তা দেখে সত্যিই অবাক হয়েছেন শহরবাসী।
শহরের বুকে কথা বলা পুতুলের নাটক!
এই নাটকটির পরিচালনা করেছেন সুমিত রায়। নাট্যরূপ দিয়েছেন অন্তরা চট্টোপাধ্যায়।
শহরের বুকে কথা বলা পুতুলের নাটক!
এর আগে কখনও এভাবে ভেন্ট্রিলোকুইজমের মাধ্যমে আস্ত একটা নাটক মঞ্চস্থ হয়নি। বলতে গেলে 'ভূতো’ -র হাত ধরে নাট্যজগতে রীতিমতো একটা দৃষ্টান্ত তৈরি করল কাব্যকলা মনন ও দেবান্তরা আর্টস।