বাংলা ভাগের দাবি উঠল কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের সামনে, বিতর্কের মুখে বিজেপি বিধায়ক

বাংলা ভাগের দাবি হামেশাই উঠে আসছে।  যা নিয়ে সর্বদাই সরগরম রাজ্য রাজনীতি। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সামনে প্রকাশ্যেই বাংলা ভাগের   দাবি জানালেন কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মালতি রাভা রায়। যাকে কেন্দ্র করেই বিতর্কের মুখে পড়েছেন বিজেপি বিধায়ক। যদিও এই প্রথমবার নয়, এর আগেও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লাও উত্তরবঙ্গকে স্বাধীন রাজ্য ঘোষণা করার দাবি তুলেছিলেন , যা নিয়েও সেই সময় জোর জলঘোলা হয়েছিল। পরে যদিও বিজেপির রাজ্য নেতৃত্ব রুখে দাঁড়ানোয় তা ধামাচাপা পড়ে যায়। 
 

Narendra Modi : 'মোদী জিন্দাবাদ', পঞ্জাবের উপমুখ্যমন্ত্রীর গাড়ি থামিয়ে হেনস্তার বদলা বিজেপি কর্মীদের

মোদীর নিরাপত্তার গাফিলতি নিয়ে তোলপাড় পঞ্জাব।  ইতিমধ্যেই মোদীর পঞ্জাব সফরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় তদন্তে উঠে এসেছে একাধিক অভিযোগ। মোদীর নিরাপত্তায় বড়সড় গাফিলতির অভিযোগও এনেছে স্বরাষ্টমন্ত্রক। এহেন উত্তাল পরিস্থিতিতে পঞ্জাবের উপমুখ্যমন্ত্রীর গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখালেন সেখানকার উত্তেজিত বিজেপি কর্মীরা। এবার পঞ্জাবের উপমুখ্যমন্ত্রীর গাড়ি দাঁড় করিয়ে প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি দিতে হয় কংগ্রেস নেতাকে। ইতিমধ্যেই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।