Corona Cases In Bengal: বর্ষশেষে রাজ্যে ফের বাড়ল সংক্রমণ, একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ হাজার

বৃহস্পতিবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ২ হাজার ১২৮। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। 

সপ্তাহের শুরুতে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের (Daily Corona Cases) পরিমাণ অনেকটাই কম ছিল। ৪০০ থেকে সাড়ে ৬০০-র মধ্যেই তা ওঠানামা করছিল। কিন্তু, সপ্তাহের মাঝামাঝিতে হঠাৎই সংক্রমণ অনেকটাই বেড়ে যায়। ছাড়িয়ে যায় হাজারের গণ্ডি। প্রতিদিনই রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেই সংক্রমণ ৩ হাজার ছাড়িয়ে গেল। ওমিক্রনের (Omicron) দাপটের মাঝে এভাবে দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় বাড়ছে উদ্বেগ। তার মধ্যে সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা (Kolkata)। কারণ শুধুমাত্র কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ২ হাজার ছুঁইছুঁই। আর আজ বর্ষশেষের রাত। ফলে বিভিন্ন প্রান্তেই সাধারণ মানুষের ভিড় রয়েছে। এই পরিস্থিতিতে সংক্রমণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

বৃহস্পতিবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ২ হাজার ১২৮। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। এর ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৩৮ হাজার ৪৮৫।

Latest Videos

আরও পড়ুন- জরুরি ভিত্তিতে সব রাজ্যকে চিঠি কেন্দ্রের, অ্যান্টিজেন টেস্টে জোর

তবে সংক্রমিতের সংখ্যা বাড়লেও দৈনিক মৃতের সংখ্যায় গতকালের তুলনায় সামান্য কমেছে। সেটা কিছুটা হলেও স্বস্তির বিষয়। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যু হয়েছিল ১২ জনের। আর গত ২৪ ঘণ্টাতেও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫১০ জন। রাজ্যে সুস্থতার হার ফের কমে গিয়েছে। বৃহস্পতিবার ছিল ৯৮.২৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় তা কমে দাঁড়িয়েছে ৯৮.১৪ শতাংশ। মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ৭১০।

রাজ্যের নিরিখে একদিনে সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন আলিপুরদুয়ারে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ জন। উত্তরবঙ্গের (North Bengal) অন্য জেলাগুলির মধ্যে কোচবিহারে আক্রান্তের সংখ্যা ৭, দার্জিলিংয়ে ২৬, কালিম্পংয়ে ৫, জলপাইগুড়িতে ১৬, উত্তর দিনাজপুরে ৩, দক্ষিণ দিনাজপুরে ৮ ও মালদহে ৬০।

আরও পড়ুন- সতর্ক না হলে ভুগতে হবে, রাজ্যে দৈনিক আক্রান্ত ছাড়াবে ৩৫ হাজারেরও গণ্ডি

রাজ্যের মধ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতায় (Kolkata)। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৯৬ জন। তালিকায় তার ঠিক পরেই রয়েছে হাওড়া। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৮ জন। এছাড়া পশ্চিম বর্ধমানে আক্রান্ত ১৩৮ ও দক্ষিণ ২৪ পরগনা আক্রান্ত ১২৬। 

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন পুরুলিয়ায়। ২৪ ঘণ্টায় এই জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩টি জেলার বাসিন্দার। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় ২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১ জন ও কলকাতায় ৪ জনের মৃত্যু হয়েছে। 

Share this article
click me!

Latest Videos

ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট