হাসপাতালে ভর্তি রয়েছেন রোগী। আংশিক লকডাউনের জেরে প্রবল সঙ্কটে পড়তে হচ্ছে রোগীর পরিজনদের। খাবার পেতে সমস্যায় পড়ছেন রোগীর পরিজনরা। তাঁদের কথা ভেবেই এবার বিশেষ উদ্যোগ নিলেন ঘাটালের সাংসদ দেব। ঘাটালের মানুষের কথা ভেবে এবার সেখনে কমিউনিটি কিচেন। সেখানকার তৃণমূল নেতারা ইতিমধ্যেই শুরু করেছেন এই পরিষেবা। রোগীর পরিবার পরিজনদের হাসপাতাল চত্ত্বরেই বসিয়ে খাওয়ানো হচ্ছে। এছাড়াও করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছিয়ে যাচ্ছে বিনামুল্যে খাবারও।