ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকান্ড। স্ট্র্যান্ড রোডের রেশ কাটতে না কাটতেই এই ঘটনা। লেনিন সরণীর বহুতলে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে প্রথমে পৌছয় ৮ টি ইঞ্জিন এবং পরে আরও ২ টি ইঞ্জিন পৌঁছয়। হতাহতের এখনও কোনও খবর নেই। সূত্রের খবর, বেলা ১২টার সময় সেখানে আগুন দেখতে পাওয়া যায়। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কি থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।