ফের একবার রাজ্যের অন্যতম প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের নিরাপত্তার ভার কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর হাতে যাওয়ায় পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রশ্নে তোলেন, নিরাপত্তার অভাব বোধ করলে কেন তা রাজ্যকে জানালেন না রাজ্যপাল? এর জবাবে এ দিন ধনখড় বলেন, 'উনি একজন অত্যন্ত সিনিয়র মন্ত্রী। শুনেছি সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকারে ছিলেন। দয়া করে নিজের সরকারের থেকেই খোঁজ নিন। এই রাজ্যপাল সরকারকে লিখিতভাবে বিষয়টি জানাতে যে যে প্রক্রিয়া পালন করা উচিত, সবই করেছেন। রাজ ভবন থেকে যে বিষয়টি রাজ্য সরকারকে জানানো হয়েছিল, সেকথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমার ওঁর সম্পর্কে অগাধ শ্রদ্ধা রয়েছে। সরকারে যাঁরা এই বিষয়গুলি যাঁরা দেখছেন, তাঁদেরক থেকে বিষয়টি সম্পর্কে অবহিত হলেই ওঁর আর কোনো অভিযোগ থাকবে না।'
প্রসঙ্গত, যাদব পুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে যাওয়া নিয়ে প্রথম রাজ্য়পালের ভূমিকা নিয়ে সরব হন সুব্রতবাবু। রাজ্য মন্ত্রিসভার সদস্যদের মন্তব্য নিয়েই শুক্রবারই ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যপাল।