মোমিনপুরে গোষ্ঠী সংঘর্ষে উত্তাল ইকবালপুর থানা এলাকা, ময়ূরভঞ্জ এবং ভূকৈলাস এলাকায় ব্যাপক বোমাবাজি হয়, জানলা দিয়ে ঘরের মধ্যে বোমা ছোড়া হয়, পুড়ে যায় সমস্তকিছু, আধা সেনা নামানোর দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি শুভেন্দুর |
মোমিনপুরে গোষ্ঠী সংঘর্ষে উত্তাল ইকবালপুর থানা এলাকা | ময়ূরভঞ্জ ও ভূকৈলাস রোডে এই ঘটনায় তোলপাড় | ইকবালপুর থানার বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ | ঘটনার সূত্রপাত ৮ অক্টোবর রাতে ধর্মীয় পতাকা নিয়ে | অভিযোগ হিন্দুদের বাড়িতে অন্য ধর্মের পতাকা লাগানো হয় | এতে হিন্দুরা প্রতিবাদ করে সেই পতাকা খুলে দেয় | এই নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়, রাতে ভাঙচুর | একাধিক মোটারবাইক-দোকান ও বাড়িতে ভাঙচুর | উপড়ে ফেলে দেওয়া হয় দুর্গাপুজোর প্যান্ডেলের কাঠামো | অভিযোগ এক নাগাড়ে হিন্দুদের বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজি | লক্ষীপুজোর দিনে ৪ জন হিন্দু ধর্মালম্বিকে আটক করে পুলিশ | এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় বিজেপি, দিনভর টুইট তাদের | সন্ধ্যায় ৪ আটককে ছেড়ে দিতেই উত্তেজনায় মাত্রা যোগ | ইকবালপুর থানা ঘেরাও করে একদল উত্তেজিত মানুষ | ৪ আটক হিন্দুকে কেন ছাড়া হল তা নিয়ে বিক্ষোভ দেখানো হয় | এরপরই ময়ূরভঞ্জ এবং ভূকৈলাস এলাকায় ব্যাপক বোমাবাজি হয় | বাড়িতে ঢুকে ঢুকে মহিলাদের হাত ধরে টানার অভিযোগ | আতঙ্কে অনেকেই বাড়ির এক কোণে পরিবার নিয়ে আশ্রয় নেন | জানলা দিয়ে ঘরের মধ্যে বোমা ছোড়া হয়, পুড়ে যায় সমস্তকিছু | দমকল থেকে পুলিশ কেউ ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ | ঘটনার ৪ ঘণ্টা পরে ইকবালপুর থানার পুলিশ ঘটলাস্থলে পৌছয় | আধা সেনা নামানোর দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি শুভেন্দুর | সোমবার সকালে ঘটনাস্থলে যেতে গিয়ে গ্রেফতার সুকান্ত মজুমদার | প্রধানমন্ত্রী মোদী ঘটনার কথা জানিয়ে চিঠি স্বপন দাশগুপ্তর