নিউটাউনের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ । সৌরভ গাঙ্গুলি থেকে মানিক ভট্টাচার্য, সাংবাদিকদের প্রশ্নে তৃণমুল কেই দুষলেন তিনি , এর পর এসএসসি দুর্নীতি মামলায় তিনি বললেন মুখ্যমন্ত্রী পর্যন্ত জিজ্ঞাসাবাদ হওয়া উচিত
নিউটাউনের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ । সৌরভের জন্য কিছু করেনি তৃণমুল, এখন কান্নাকাটি কীসের- দিলীপ | তৃণমুল গাড্ডায় পড়েছে তাই সৌরভ কে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে - দিলীপ | এছাড়াও তিনি তাপস রায় কে নিয়েও মন্তব্য করেন | ১০০ দিনের টাকা নিয়ে সরাসরি অভিযোগ করে তৃণমুলের দিকে | মানিক ভট্টাচার্য ইস্যু নিয়ে দিলীপ বললেন যত জিজ্ঞাসাবাদ শুরু হবে তত রাঘববোয়াল ধরা পড়বে | এর পর তিনি বললেন মুখ্যমন্ত্রী পর্যন্ত জিজ্ঞাসাবাদ হওয়া উচিত