অর্পিতার বেলঘড়িয়ার রথ তলায় অভিজাত আবাসনে ইডি হানা দেয়, এরপর আটঘড়ায় অর্পিতার আরও একটি ফ্ল্যাটের হদিস পায় ইডি, সকাল ১১ টা থেকে এখন ও পর্যন্ত তল্লাশি চালাচ্ছে ইডি
আগেই পার্থ ঘনিষ্ট অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছিল | ম্যারাথন জেরার পর গ্রেফতার হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায় | এবার অর্পিতার বেলঘড়িয়ার রথ তলায় অভিজাত আবাসনে ইডি হানা দেয় | ওই আবাসনে অর্পিতার দুটি ফ্ল্যাটে ইডির আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছে | এরপর আটঘড়ায় অর্পিতার আরও একটি ফ্ল্যাটের হদিস পায় ইডি | আটঘড়ার বি ব্লকের ৪০৪ নাম্বার ফ্লাটটিও তল্লাশি করে ইডি | এরপর বালিগঞ্জ প্লেসে মনোজ জৈন নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাট এ ইডির হানা | সকাল ১১ টা থেকে এখন ও পর্যন্ত তল্লাশি চালাচ্ছে ইডি |