‘একটা ভুল হয়েছিল, মুখ্যমন্ত্রীর অজান্তে। এখন সামনে এসেছে, প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্যরা নিয়োগ পাবেন, ধৈর্য্য রাখুন। রঞ্জন মণ্ডল কে আমি চিনিনা। কি পেয়েছে তদন্তকারীরা আদালত বিচার করবে।’
'একটা ভুল হয়েছিল, মুখ্যমন্ত্রীর অজান্তে। এখন সামনে এসেছে, প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্যরা নিয়োগ পাবেন, ধৈর্য্য রাখুন। রঞ্জন মণ্ডল কে আমি চিনিনা। কি পেয়েছে তদন্তকারীরা আদালত বিচার করবে। বাম শাসনে কলকাতার রূপ মরা কলকাতা-র মতো ছিল। কলকাতাকে লন্ডন বানাতে হবে। কলকাতার সর্বত্র নীল-সাদা রং করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই কলকাতার রং নীল-সাদা করা হচ্ছে। জয়পুর যেমন পিঙ্ক সিটি, কলকাতা নীল-সাদা।' কলকাতায় জানালেন ফিরহাদ হাকিম।