বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা । কলকাতা পৌর সংস্থার কো-অর্ডিনেশন কমিটি কর্মবিরতিকে সমর্থন করেনি ফলে মিশ্র প্রভাব পড়েছে এখনে ।
বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা । কলকাতা পৌর সংস্থার কো-অর্ডিনেশন কমিটি কর্মবিরতিকে সমর্থন করেনি ফলে মিশ্র প্রভাব পড়েছে এখনে । ফলে মিশ্র প্রভাব পড়েছে কলকাতা পৌর সংস্থায় | অনেক দফতরে ফাঁকা পৌর কর্মচারীদের আসন | কাজ বন্ধ করে পালন করা হচ্ছে কর্মবিরতি | তবে বেশিভাগ দফতরে কাজ চলছে | উপস্থিতির হার সামান্য থেকে কিছুটা কম |