তিনটি ভেসেল কচুবেড়িয়া থেকে যাত্রী নিয়ে আট নম্বর লটে আসছিল । সন্ধ্যার আগে ভাটা পড়ায় বিপত্তি ঘটে, তিনটি ভেসেল পর পর নদীর চরে আটকে যায় ।
তিনটি ভেসেল কচুবেড়িয়া থেকে যাত্রী নিয়ে আট নম্বর লটে আসছিল । সন্ধ্যার আগে ভাটা পড়ায় বিপত্তি ঘটে, তিনটি ভেসেল পর পর নদীর চরে আটকে যায়। ভেসেল গুলি চরে উঠে একদিকে কাত হয়ে যায় | ফলে যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় | তবে ভেসেলের কর্মীরা যাত্রীদেরকে আশ্বস্ত করেন | জোয়ার এলে চর থেকে ভেসে উঠলে তারপরে কাকদ্বীপের দিকে রওনা দেবে | দক্ষিণ চব্বিশ পরগনার আট নম্বর লট ও কচুবেড়িয়ার মাঝে মুড়ি গঙ্গা নদীতে এই ঘটনা ঘটে |