গড়বেতায় হাতির তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসীরা। গত দুদিনে হাতির তাণ্ডবে দুজনের মৃত্যু। গড়বেতার গিলাবনি গ্রামে হাতি ঢুকতেই আতঙ্ক ছড়ায়।
গড়বেতায় হাতির তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসীরা। গত দুদিনে হাতির তাণ্ডবে দুজনের মৃত্যু। গড়বেতার গিলাবনি গ্রামে হাতি ঢুকতেই আতঙ্ক ছড়ায়। গ্রামের যুবকরা দলবেঁধে হাতিটিকে গ্রাম ছাড়া করে। তবে এই ঘটনায় চিন্তায় বনদপ্তর। হাতি তাড়ানোর এই কৌশল সঠিক নয়। এতে হাতি আরও হিংস্র হয়ে প্রাণহানির ঘটনা ঘটাতে পারে। গ্রামে চলছে বনদপ্তরের মাইকিং।