খোলা ঘরের আলমারি, রাস্তায় ছড়ানো রয়েছে টাকা, কুয়োয় ভাসছে নাবালিকার দেহ! সোমবার রাতের এমন ঘটনায় উত্তেজনা এলাকায়। দুর্গাপুরের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের কোন্দা গ্রামের ঘটনা। পেশায় পোস্ট অফিসের এজেন্ট বাপি গোস্বামীর বাড়িতে মর্মান্তিক ঘটনা।'
খোলা ঘরের আলমারি, রাস্তায় ছড়ানো রয়েছে টাকা, কুয়োয় ভাসছে নাবালিকার দেহ! সোমবার রাতের এমন ঘটনায় উত্তেজনা এলাকায়। দুর্গাপুরের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের কোন্দা গ্রামের ঘটনা। পেশায় পোস্ট অফিসের এজেন্ট বাপি গোস্বামীর বাড়িতে মর্মান্তিক ঘটনা। কুয়োয় ভাসছে ৬ বছরের শিশু কন্যা মিষ্টি গোস্বামীর দেহ। প্রাথমিক অনুমান, চুরি অথবা ডাকাতি করতে এসেই নাবালিকাকে খুন করেছে দুষ্কৃতীরা। রাতে কালীপুজোর বিসর্জন দেখতে বালিজুরি গিয়েছিলেন বাপি গোস্বামী। এই সময়ের মধ্যেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।