এক মাস পর করমণ্ডলে নিহত যুবকের কফিনবন্দি দেহ ফিরল বাড়িতে। ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল মালদার নুরুল ইসলাম। মালদার চাঁচলের বিষণপুরের যুবক নুরুল ইসলাম। একমাস পর নুরুলের দেহ ফিরল গ্রামে।
এক মাস পর করমণ্ডলে নিহত যুবকের কফিনবন্দি দেহ ফিরল বাড়িতে। ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল মালদার নুরুল ইসলাম। মালদার চাঁচলের বিষণপুরের যুবক নুরুল ইসলাম। একমাস পর নুরুলের দেহ ফিরল গ্রামে। রাতেই নুরুলকে কবরস্থ করা হয় গ্রামে। সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।