‘এটা ভোট হয়েছে নাকি! যে ফলপ্রকাশ হবে। ত্রিস্তরের গুন্ডামি, সন্ত্রাস ও লুট হয়েছে। এটা জনগণের রায়ের প্রতিফলন নয়। চরম খিদে মমতার, ওনার সব চাই। সব আসন দখল করতে চান মমতা। যে কান্ড মমতা ভাইপোর বুদ্ধিতে করলেন ভুগতে হবে।’
'এটা ভোট হয়েছে নাকি! যে ফলপ্রকাশ হবে। ত্রিস্তরের গুন্ডামি, সন্ত্রাস ও লুট হয়েছে। এটা জনগণের রায়ের প্রতিফলন নয়। চরম খিদে মমতার, ওনার সব চাই। সব আসন দখল করতে চান মমতা। যে কান্ড মমতা ভাইপোর বুদ্ধিতে করলেন ভুগতে হবে। রাজ্য পুলিশ কার্যত উলঙ্গ হয়ে গেছে। এর ফল এদের ভুগতে হবে। অমিত শাহ একাধিকবার ফোন করে খবর নিয়েছেন।' বিস্ফোরক শুভেন্দু অধিকারী