'২৫ টি ব্যালট খেয়ে নেওয়া ছোট ব্যাপার নয়। ২৫ টি ব্যালট খেতে সময়ও লাগে। আমার আল্ট্রাসনোগ্রাফি করা হোক, পেটে ব্যালট আছে কিনা। এটা মিথ্যে প্রচার, আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। বিস্ফোরক মন্তব্য 'ব্যালট খাওয়া' মহাদেব মাটির।
'২৫ টি ব্যালট খেয়ে নেওয়া ছোট ব্যাপার নয়। ২৫ টি ব্যালট খেতে সময়ও লাগে। আমার আল্ট্রাসনোগ্রাফি করা হোক, পেটে ব্যালট আছে কিনা। এটা মিথ্যে প্রচার, আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। বিস্ফোরক মন্তব্য 'ব্যালট খাওয়া' মহাদেব মাটির। পাল্টা দিয়েছেন সিপিএমের প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। তিনি বলেন, 'এবার গণনার দিন তৃণমূল প্রার্থী যেন বাড়ি থেকে বেশি করে খেয়ে আসে।' অশোকনগরের ভুরকুন্ডা পঞ্চায়েতে পুননির্বাচনের সিদ্ধান্ত কমিশনের।