Asianet News BanglaAsianet News Bangla

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 'মাদারি' পরিচালক নিশিকান্ত কামাত, শোকস্তব্ধ অজয়-রীতেশ

  • আর কোনও ভুয়ো তথ্য নয়
  • শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের জনপ্রিয় পরিচালক নিশিকান্ত কামাত
  • সোশ্যাল মিডিয়ায় ফের একবার টুইট করলেন রীতেশ দেশমুখ
  • বন্ধুর অকালপ্রয়াণে শোকাহত অভিনেতা
Drishyam director Nishikant Kamat dies at 50 due to multi organ failure ADB
Author
Kolkata, First Published Aug 17, 2020, 6:22 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

আর কোনও ভুয়ো খবর নয়। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের জনপ্রিয় পরিচালক নিশিকান্ত কামাত। তাঁকে নিয়ে কিছু ঘন্টা আগেও ছড়িয়েছিল ভুঁয়ো খবর। ভেন্টিলেটরে থাকাকালীন নিশিকান্ত কামাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। ঘনিষ্ঠ বন্ধু রীতেশ দেশমুখ টুইট করে জানিয়েছিলেন, নিশিকান্ত এখনও জীবিত, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এখন তিনি ভেন্টিলেটরে। এই টুইটের কিছু ঘন্টা পরই ফের অভিনেতার টুইট। 

আরও পড়ুনঃ৩৫০ কোটি টাকা খরচ করেও নিন্দায় ভরেছে দর্শকমহল, মুখ থুবড়ে পড়েছে প্রভাস, খান-দের ছবি

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 'দৃশ্যম' পরিচালক। জানা যাচ্ছে মাল্টি অর্গ্যান ফেলিওরই মৃত্যুর কারণ। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫০। রীতেশ টুইটে করে লিখেছেন, "বন্ধু তোমায় মিস করব। তোমার আত্মার শান্তির কামনা করি।" রণদীপ হু়ডা লিখেছেন, "বিদায় নিশি। তোমার জন্ম এবং মৃত্যু তোমার বেছে নেওয়া পছন্দের জায়গা জুড়েই রইল। আশা করি তোমার আর কোনও আফসোস রইল না। অন্যতম সুন্দর ছবিগুলির জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ।"

আরও পড়ুনঃশুভশ্রীর পরিবারে কোভিডের থাবা, হবু সন্তানকে নিয়ে উদ্বেগ ছড়াল ভক্তমহলে

 

দৃশ্যম ছবির পরিচালক অজয় দেবগণ টুইটারে জানান, "আমার এবং নিশিকান্তের সম্পর্ক কেবল দৃশ্যম ছবির জন্য দৃঢ় হয়ে ওঠেনি। আমার আর তাব্বুর সঙ্গে পরিচালনা করা এই ছবি ছাড়াও নিশিকান্তের সঙ্গে আমার রসায়ন ভিন্ন ছিল। চির হাসিমুখটাই রয়ে গেল স্মৃতিতে। বড্ড তাড়াতাড়ি চলে গেলে। তোমার আত্মার শান্তির কামনা করি।" প্রয়াত অভিনেতা ইরফান খান অভিনীত ছবি 'মাদারি' ছিল নিশিকান্ত কামাতের পরিচালনা করা শেষ ছবি। 

আরও পড়ুনঃ'ভারত ছাড়ো আমির', তুরস্কের প্রেসিডেন্ট এর্ডোগানের স্ত্রীর সঙ্গে অভিনেতার সাক্ষাতে প্রতিবাদ তুঙ্গে

;

 

Follow Us:
Download App:
  • android
  • ios