Asianet News BanglaAsianet News Bangla

গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু, শারীরিক অবস্থা খারাপ হতেই ভর্তি করা হল ICU-তে

হৃদরোগে আক্রান্ত হয়েই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানুকে।  রক্তচাপ জনিত সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল সায়রা বানুকে। আজ সকালেই শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতেই আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে দিলীপ জায়াকে। বর্ষীয়ান অভিনেত্রীর শারীরিক অসুস্থতার খবর শুনে রীতিমতো উদ্বিগ্ন বলিমহল তথা তার অনুরাগীরা। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
 

late actor dilip kumar s wife Saira Banu hospitalised shifted to icu today BRD
Author
Kolkata, First Published Sep 1, 2021, 4:12 PM IST
 • Facebook
 • Twitter
 • Whatsapp

গত জুলাই মাসেই সায়রা বানুকে ছেড়ে চলে গেছেন বলিউডের ট্র্যাজেডি কিং তথা বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। এবার অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুর দুই মাস কাটতে না কাটতেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন দিলীপ কুমার পত্নী সায়রা বানু। হৃদরোগে আক্রান্ত হয়েই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানুকে।

 

late actor dilip kumar s wife Saira Banu hospitalised shifted to icu today BRD

 

আরও পড়ুুন-প্রকাশ্যে চুমু খেতে গিয়েই হাতেনাতে ধরা ,অমিতাভ-জয়া থেকে আমির-কিরণের অন্তরঙ্গতা ফাঁস অন্তর্জালে

আরও পড়ুন-টলিউড নয় সোজা পাড়ি হলিউডে, ডিজনির চরিত্রে মধুমিতার লুক পাগল করেছে ভক্তদের

 

পরিবার সূত্রে জানা গিয়েছ। গত তিন দিন আগেই থেকে শরীর খারাপ সায়রা বানুর। রক্তচাপ জনিত সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল সায়রা বানুকে। আজ সকালেই শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতেই আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে দিলীপ জায়াকে। গত কয়েকদিন ধরেই শরীর ভাল ছিল না সায়রার। এবং দীর্ঘ ৫ দশকের সঙ্গীকে হারানোর পর থেকেই যেন বেশি ভেঙে পড়েছিলেন সায়রা বানু।

 

late actor dilip kumar s wife Saira Banu hospitalised shifted to icu today BRD

 

গত ৩০ জুন, শ্বাসকষ্ট নিয়ে পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। তারপর মাত্র এক সপ্তাহের মধ্যেই সবটা শেষ। তারপরই ৭ জুলাই প্রয়াত হন অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৯৮ বছর। ২২ বছরের ছোট সায়রা বানুকে ১৯৬৬ সালে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্যে পাঁচ দশকের সঙ্গীকে একা রেখেই চলে গেলেন বলিউডের ট্র্যাজেডি কিং।পাঁচ দশকের সঙ্গীকে নিয়ে একাই দিব্যি ছিলেন দিলীপ কুমার।  দীর্ঘদিনের সংসারে ছিল না কোনও সন্তান। তারপরও ছিল না আক্ষেপ। একে অপরকে আগলে রাখতেন দুজনে। 

 

late actor dilip kumar s wife Saira Banu hospitalised shifted to icu today BRD

 

সমস্ত বাধা পেরিয়ে দীর্ঘ পাঁচ দশকের সঙ্গীকে আর পারলেন না আগলে রাখতে। ডঃ জালিল পারেকর সবার আগে এই দুঃসংবাদ জানান দিলীপ পত্নীকে। বলিউডের ট্র্যাজেডি কিং  দিলীপ কুমারের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সায়রা বানু। 'সাহাবকে ছাড়া আমার জীবন অর্থহীন, আমি আর কোনওকিছুই ভাবতে পারছি না। ভগবান আমার বেঁচে থাকার রসদটাও কেড়ে নিল'।   দিলীপ কুমারের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে নিজের মনেই একই কথা আওরাচ্ছিলেন দিলীপ জায়া সায়রা বানু। ওই একই হাসপাতালে ভর্তি হয়েছেন সায়রা বানু। তবে বর্ষীয়ান অভিনেত্রীর শারীরিক অসুস্থতার খবর শুনে রীতিমতো উদ্বিগ্ন বলিমহল তথা তার অনুরাগীরা। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

 

late actor dilip kumar s wife Saira Banu hospitalised shifted to icu today BRD

late actor dilip kumar s wife Saira Banu hospitalised shifted to icu today BRD


 

Follow Us:
Download App:
 • android
 • ios