Asianet News BanglaAsianet News Bangla

দীপিকাকে সমন NCB-র, সুশান্ত সিং রাজপুত মামলায় মাদকচক্রে জড়ালো অভিনেত্রীর নাম

  • সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার মাদকচক্রে উঠে এসেছে দীপিকার নাম
  • NCB এবার সমন পাঠালো দীপিকাকে
  • তালিকায় রয়েছে শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং এবং সারা আলি খানেরও নাম
  • একে একে বলিউডের প্রথম সারির তারকারা জড়াচ্ছেন মাদকচক্রে
NCB issues summons to Deepika Padukone, Sara Ali Khan, Shraddha Kapoor and Rakul Preet Singh ADB
Author
Kolkata, First Published Sep 23, 2020, 6:32 PM IST

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার মাদকচক্রে উঠে এসেছে দীপিকার নাম। এর আগে মাদকচক্রে নাম জড়িয়েছিল সারা আলি খান, রাকুল প্রীত সিং এবং শ্রদ্ধা কাপুরের নাম। দীপিকার চ্যাট সম্প্রতি প্রকাশ্যে আসে যেখানে তিনি মাদকের বিষয় নানা কথা বলেছেন বলেই জানা যায়। এই চারজন অভিনেত্রীকে সমন পাঠালো NCB. 

আরও পড়ুনঃতৃষার সঙ্গে কি বাড়ছে কর্ণের ঘনিষ্ঠতা, ফের ভুল বুঝল রাধিকা

এনসিবির দ্বোরগোড়ায় এবার বলিউডের প্রথন সারির নায়িকারা। দীপিকা যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় উঠে আসা মাদকচক্রে জড়িয়ে যাবেন তা তাঁর ভক্তরা দুঃস্বপ্নেও কল্পনা করেনি। দীপিকার যে সমস্ত চ্যাট ফাঁস হয়। সেখানে তাঁকে হ্যাশ এবং গাঁজার সম্বন্ধে কথা বলতে দেখা যায়। এই চ্যাট প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে আরও তৎপর হয় এনসিবি। 

আরও পড়ুনঃ'বর্ণবিদ্বেষী' ঐশ্বর্যের বিজ্ঞাপন, বিতর্কের মুখে বিশ্বসুন্দরী, ক্ষমা চাওয়া ছড়া ছিল না গতি

 

এতদিন সারা আলি খান, রাকুল প্রীত সিংয়ের নামই শোনা গিয়েছিল মাদকচক্রের তালিকায়। হঠাৎ এনাদের নামের পরই শ্রদ্ধা কাপুর ও দীপিকার নাম বিস্ফোরণের মত বেরিয়ে আসে। নার্কোটিকসের খপ্পড়ে বলিউডের তাবড় অভিনেত্রীরা। এই অভিনেত্রীরা সত্যিই মাদক সেবন করেন কি না সে বিষয় খতিয়ে দেখছে নার্কোটিকস কন্ট্রোল বিউরিও।

আরও পড়ুনঃ'সা রে গা মা পা' সঞ্চালনায় হাতেখড়ি আবিরের, পাল্টে গিয়েছে বিচারকের তালিকা, নতুন ছন্দে নিউ নর্মাল'

NCB issues summons to Deepika Padukone, Sara Ali Khan, Shraddha Kapoor and Rakul Preet Singh ADB

Follow Us:
Download App:
  • android
  • ios