- Home
- Photos
- Other Photos
- 'নমন্তে ট্রাম্প' আয়োজন করে শিরোনামে, জানুন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের কাহিনি
'নমন্তে ট্রাম্প' আয়োজন করে শিরোনামে, জানুন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের কাহিনি
মার্কিন প্রেসিডেন্ট হিসাবে প্রথমবার ভারত সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। আসছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে অভ্যর্ত্থনা জানাতে প্রস্তুত গুজরাত। প্রস্তুত মোতেরা স্টেডিয়ামও। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসাবে মার্কিন প্রেসিডেন্টের হাত ধরেই আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ করতে চলেছে মোতেরা। এখানেই অনুষ্ঠিত হবে 'হাউডি মোদী'র আদলে 'নমস্তে ট্রাম্প'। মার্কিন প্রেসিডেন্টের আগমনের আগে তাই নিচ্ছিদ্র নিরাপত্তার ঘেরোটোপে মোতেরা। গুজরাত পুলিশের চেতক কমান্ডো ও ব়্যাপিড অ্যাকশন টিমের সদস্যরা রয়েছে স্টেডিয়ামে। শেষ মুহুর্তের নিরাপত্তা দেখতে হাজির হয়েছিল আহমেদাবাদ পুলিশের ঘোড়সওয়ার দল। রবিবার রাত থেকে বিমানবন্দর এবং মোতেরা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর নিরাপত্তাকর্মী।
114

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে নির্মান করা হয়েছে মোতেরা স্টেডিয়ামকে।
214
১ লক্ষ ১০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন এই স্টেডিয়ামে।
314
অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট মাঠে ৯০ হাজার দর্শকাসন রয়েছে। মোতেরা তাকেও ছাপিয়ে গিয়েছে।
414
মোতেরা স্টেডিয়ামের অপর নাম হল সর্দার পটেল ক্রিকেট স্টেডিয়াম।
514
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে উদ্ধোধন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের।
614
সর্দার পটেল ক্রিকেট স্টেডিয়ামকে নতুন ভাবে তৈরি করে বানানো হয়েছে এই মোতেরা স্টেডিয়াম।
714
গুজরাত ক্রিকেট সংস্থার এই 'ড্রিম প্রোজেক্ট' এবার গোটা দেশের কাছে গর্বের বিষয়।
814
২০১১ সালের ডিসেম্বরে মোতেরা স্টেডিয়ামকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়। তার আগে পর্যন্ত এই স্টেডিয়ামে ২৩টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলা হয়েছিল।
914
এই মাঠেই সুনীল গাভাসকর টেস্টে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন। মোতেরাতেই সচিন তেন্ডুলকার টেস্টে প্রথম দ্বিশতরান করেন।
1014
১৯৮২ সালে মোতেরা স্টেডিয়াম তৈরি হয়েছিল। দর্শক সংখ্যা ছিল ৪৯ হাজার।
1114
১৯৮৩ সালে এই মাঠে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল ক্যারিবিয়ানরা।
1214
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসাবে মার্কিন প্রেসিডেন্টের হাত ধরেই আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ করতে চলেছে মোতেরা।
1314
এখানেই অনুষ্ঠিত হচ্ছে 'হাউডি মোদী'র আদলে 'নমস্তে ট্রাম্প'।
1414
মার্কিন প্রেসিডেন্টের আগমনের আগে তাই নিচ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মোতেরা।
Latest Videos