হোটেলের ঘরে সাংসদের রহস্যমৃত্যু। দাদরা এবং নগর হাভেলি-র সাংসদ ছিলেন মোহন দেলকার। দক্ষিণ মুম্বই-এর এক হোটেল থেকে উদ্ধার মৃতদেহ। পুলিশের অনুমান আত্মঘাতি হয়েছেন সাংসদ।
দাদরা এবং নগর হাভেলি-এর সাংসদ মোহন দেলকার-এর রহস্য মৃত্যু। সোমবার দক্ষিণ মুম্বই-এর এক হোটেল থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান তিনি আত্মঘাতি হয়েছেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ মুম্বইয়ের মেরিন ড্রাইভ এলাকার একটি হোটেলে এদিন দেলকারের মরদেহ পাওয়া যায়। হোটেলের ঘরে লোকসভার সাংসদের গুজরাটি ভাষায় লেখা একটি সুইসাইড নোট-ও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা বলেছে এই বিষয়ে আরও আরও তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিতভাবে বলা যাবে
দীর্ঘদিন দাদরা ও নগর হাভেলি-র কংগ্রেস সভাপতি ছিলেন মোহন দেলকার। তবে ২০১৯ সালে তিনি দলের সঙ্গে সব সংযোগ ত্যাগ করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, দাদরা ও নগর হাভেলি লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবেই জয়ী হয়েছিলেন তিনি। তারপর ভারতীয় নবশক্তি পার্টিতে যোগ দিয়েছিলেন। দেলকার পেশায় ছিলেন একজন কৃষি বিশেষজ্ঞ ছিলেন।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 22, 2021, 4:32 PM IST