Asianet News BanglaAsianet News Bangla

Earthquake in Manali- ভোরবেলায় ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের মানালি, বেলা বাড়তেই ছড়াল আতঙ্ক

ভোর হতেই কেঁপে উঠল পায়ের তলার মাটি।  ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের মানালি। ১০ কিলোমিটার গভীরে ভোর ৬.০২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকালে হিমাচল প্রদেশের মানালির কাছে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩ ম্যাগনিটিউড।

Earthquake of 4.3 magnitude hits Himachal Pradesh's Manali BRD
Author
Kolkata, First Published Oct 26, 2021, 9:05 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ভোর হতেই কেঁপে উঠল পায়ের তলার মাটি।  ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের মানালি। ১০ কিলোমিটার গভীরে ভোর ৬.০২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকালে হিমাচল প্রদেশের মানালির কাছে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩ ম্যাগনিটিউড।


ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি  নিজেদের টুইটারে জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের হিমাচল প্রদেশের মানালির ১০৮ কিলোমিটার উত্তর- উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পনটি হয়। ভোরবেলা ভূমিকম্পটি হওয়ায় অনেকেই ঘুমের মধ্যে ছিলেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

আরও পড়ুন-তীব্রভাবে দুলে উঠল মাটি, আফগানিস্তানে ভূমিকম্পে ছড়াল আতঙ্ক

আরও পড়ুন-জোরালো ভূমিকম্পে কাঁপল বাংলার উত্তর, আতঙ্কে রাস্তায় মানুষ

আরও পড়ুন-আচমকা কেঁপে উঠল দার্জিলিং-সিকিমের মাটি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় মানুষ

 

Earthquake of 4.3 magnitude hits Himachal Pradesh's Manali BRD

 

সারা দেশ জুড়ে যেন একের পর এক ভূমিকম্পের খবর শোনা যাচ্ছে। এবার কাঁপল মানালির মাটি। তবে ভোরবেলা কম্পন হওয়ায় অনেকেই বুঝতে পারেননি। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বেলা বাড়তেই খবর জানাজানি হতেই আতঙ্ক গ্রাস করেছে স্থানীয়দের মধ্যে। 

Follow Us:
Download App:
  • android
  • ios