Asianet News BanglaAsianet News Bangla

আগামী ৩-৪ দিনের মধ্যে বড় ভূমিকম্পের আশঙ্কা ভারতের এই অংশে, দ্রুত জানুন কোথায় কোথায়

  • উত্তর পূর্ব ভারত কিংবা উত্তর ভারতে ভূমিকম্পের আশঙ্কা
  • আগামী তিন থেকে চার দিনের মধ্যে বড় ভূমিকম্প হতে পারে 
  • এদিকে কয়েকদিন ধরেই ভূমিকম্প হচ্ছে আফ্রিকান প্লেটে 
  • জানলেন আবহাওয়াবিদ, ভূমিরূপ তত্ত্ববিদ ডক্টর সুজীব কর 
Major earthquakes are expected in India says Meteorologist Doctor Sujib kar RTB
Author
Kolkata, First Published Oct 30, 2020, 5:30 PM IST


উত্তর পূর্ব ভারত কিংবা উত্তর ভারতে ভূমিকম্পের আশঙ্কার কথা শোনালেন আবহাওয়াবিদ,  ভূমিরূপ তত্ত্ববিদ ডক্টর সুজীব কর। ডক্টর কর জানিয়েছেন, বর্তমানে আফ্রিকান প্লেট এবং indo-australian প্লেট দুটির অবস্থান দেখে মনে হচ্ছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে বড় ভূমিকম্প হতে পারে উত্তর-পূর্ব ভারত কিংবা উত্তর ভারতে। 

আরও পড়ুন, 'বাংলায় গণতান্ত্রিক পরিবেশ না থাকলে রাষ্ট্রপতি শাসন', বিস্ফোরক দিলীপ

 

Major earthquakes are expected in India says Meteorologist Doctor Sujib kar RTB

আরও পড়ুন, লক্ষীপুজোয় বাজারে লাগামছাড়া ভীড়, করোনায় ফের শীর্ষে কলকাতা


কেন হতে পারে ভূমিকম্প ? 

ডক্টর কর জানিয়েছেন, কয়েকদিন ধরেই ভূমিকম্প হচ্ছে আফ্রিকান প্লেটে। তারফলে প্রসারিত হচ্ছে এই প্লেট। গত বৃহস্পতিবার ভূমিকম্প হয়েছে তাজিকিস্তান। সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ এর উপরে। 


অন্যদিকে ভূমিকম্প সংঘটিত হয়েছে ইন্দো - অস্ট্রেলিয়ান প্লেটে। ফলে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটটিও প্রসারিত হচ্ছে। আবহাওয়াবিদদের বক্তব্য দুটি প্লেট একই সঙ্গে প্রসারিত হলে ভূমিকম্পের সম্ভাবনা বেড়ে যায় হিমালয় পার্বত্য অঞ্চলে। তার কারণ, এই দুটি পাতা প্রসারিত হওয়ার ফলে অবনমিত হয়ে যায় নর্থইস্ট ইন্ডিয়ার প্লেট। সেই কারণে ভূমিকম্পের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারত এবং উত্তর ভারতে। 

আরও পড়ুন, আজ ডায়ালিসিস হচ্ছে না, আগের থেকে ভাল আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

 

Major earthquakes are expected in India says Meteorologist Doctor Sujib kar RTB


বড় ভূমিকম্পের আশঙ্কা 


ভূমিরূপ তত্ত্ববিদ ডক্টর কর জানিয়েছেন, বর্তমান যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে উত্তর-পূর্ব ভারত কিংবা উত্তর ভারতে বড় ভূমিকম্প সংঘটিত হতে পারে। সেক্ষেত্রে ভূমিকম্পের মাত্রা পৌঁছতে পারে ৫ এর উপরে। সম্প্রতিক সময়ে উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গা কিংবা উত্তর ভারতের একাধিক জায়গায় ভূমিকম্প হয়েছে তবে সে ক্ষেত্রে মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ এর নিচে।

 

Major earthquakes are expected in India says Meteorologist Doctor Sujib kar RTB

Follow Us:
Download App:
  • android
  • ios