২৭ ফেব্রুয়ারি ভোট মেঘালয়ে, রাজধানী শিলং-এ রোড শো করলেন নরেন্দ্র মোদী

২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা ভোট । শুক্রবার মেঘালয়ে রোড শোতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

Share this Video

২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা ভোট ।শুক্রবার মেঘালয়ে রোড শোতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেন মোদী | প্রধানমন্ত্রী বিপুল সংখ্যায় উপস্থিত হওয়ার জন্য মেঘালয়ের জনগণকে ধন্যবাদ জানান | বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী | তিনি বলেন, গোটা দেশ বলছে মোদী, তোমার পদ্ম ফুটবে | 

Related Video