৯৭.৩৭ লক্ষের গণ্ডি পার করল ভারতের মোট করোনা রোগীর সংখ্যা
তবে চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে গিয়েছে ৪ লক্ষেরও নিচে
এটাই কি তবে কোভিড মহামারির শেষের সূচনা
কী বলছে ভারতের কোভিড পরিসংখ্যান
মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভারতের দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা নেমে গিয়েছিল ২৬,৫৬৭-তে। যা ছিল গত ৫ মাসের মধ্যে সর্বনিম্ন। বুধবার অবশ্য তার থেকে ২১ শতংশ বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যা। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৩২,০৮০ জন নতুন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। যার ফলে এদিন সকালে ভারতের মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭,৩৫,৮৫০।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মৃতের কোভিড জনিত কারণে মৃত্যু হয়েছে ৪০২ জনের। যার ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ১,৪১,৩৬০। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে, সারাদেশে বর্তমানে সক্রিয় মামলা অর্থাৎ চিকিৎসাধীন রোগী রয়েছেন ৩,৭৮,৯৯৯ জন। প্রসঙ্গত, মঙ্গলবারই চিকিৎসাধীন রোগীর সংখ্যাটা ৪ লক্ষের নিচে নেমে গিয়েছিল। আর এই পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ৯২,১৫,৫৮১ জন। গত ২৪ ঘন্টায় মোট ৩৬,৬৩৫ জন রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে কিংবা হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন - 'সরকার আছে কতক্ষণ', পঞ্চায়েত ভোট থেকেই শোনা যাচ্ছে আরও এক রাজ্যে কংগ্রেসের বিদায় বাজনা
আরও পড়ুন - পুলওয়ামা-বারামুলায় জঙ্গি হানা - আহত ৪ অসামরিক নাগরিক, সেনার গুলিতে খতম ৩ সন্ত্রাসবাদী
#Unite2FightCorona
— Ministry of Health (@MoHFW_INDIA) December 9, 2020
At less than 4% of Total Cases, India’s Active Caseload of 3.78 lakh continues to retreat.
A net decline of 4,957 cases has been recorded in the total active cases in the last 24 hours.https://t.co/MzyuMeLqSF pic.twitter.com/6tdXujUMi3
প্রসঙ্গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকেই ভারতে করোনার দাপট ধীরে ধীরে কমছে। দেশে প্রতিদিনই নতুন সংক্রমণের সংখ্যা হ্রাস পাচ্ছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে একেক দিনে গড়ে ৯০,০০০-এরও বেশি করোনা রোগী সনাক্ত হচ্ছিল। চিকিৎসাধীন রোগীর সংখ্যাটা ছিল ১০ লক্ষেরও বেশি। অক্টোবর মাসের শেষেই তা নেমে এসেছিল ৭ লক্ষে। আর গত একমাসে তা আরও কমে ৪ লক্ষের নিচে নেমে গিয়েছে। সরকারিভাবে না বললেও ভারতের কোভিড মহামারি পরিচালনার সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিরা মনে করছেন, এটাই মহামারির শেষের সূচনা।
অন্যদিকে, বুধবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বা আইসিএমআর জানিয়েছে যে কোভিড-১৯ এর জন্য ৮ ডিসেম্বর পর্যন্ত মোট ১৪,৯৮,৩৬,৭৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার নমুনা পরীক্ষা করা হয়েছে ১০,২২,৭১২ টি।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 9, 2020, 1:08 PM IST