ফের ৩০,০০০-এর ঘরে নেমে এল দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা
সোমবার ৯৪ লক্ষের গণ্ডি ঠছাড়ালো মোট রোগীর সংখ্যা
গত একমাসে অনেকটা কমেছে মৃত্যুর হারও
কোথায় দাঁড়িয়ে ভারতের করোনা পরিসংখ্যান
২৪ নভেম্বরের পর ফের ৩০,০০০-এর ঘরে নেমে এল ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। সোমবার ভারতের স্বাস্থ্য় ও পরিবার কল্যান মন্ত্রক জানিয়েছে গত ২৪ ঘন্টায় ভারতে ৩৮,৭৭২ জন নতুন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। ফলে এদিন ভারতের মোট করোনা রোগীর সংখ্যা ৯৪ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। এখন ভারতের মোট করোনা রোগীর সংখ্যা ৯৪,৩১,৬৯২ জন।
স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কোভিড জনিত কারণে ভারতে মৃত্যু হয়েছে ৪৪৩ জনের। যার ফলে ভারতে করোনায় মৃতের মোট সংখ্যা এখন ১,৩২,১৩৯। গোটা নভেম্বর মাসের দৈনিক করোনা মৃত্য়ুর সংখ্যা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে শুধু দৈনিক সংক্রমণের সংখ্য়াই নয়, দৈনিক মৃত্যুর সংখ্যাও ভারতে ধীরে ধীরে কমছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতে দৈনিক কোভিড জনিত কারণে মৃত্য়ুর সংখ্যা গত একমাসে ৫০০-এর নিচে নেমে এসেছে। আর প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় মৃতের সংখ্যা এখন মাত্র ৯৯।
গত একমাসে যেভাবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা
আরও পড়ুন - করোনা-র উৎস কি তবে ভারতে, ২০১৯'এর গ্রীষ্মেই শুরু সংক্রমণ - বিশ্বজুড়ে হইচই
আরও পড়ুন - অন্ধ্র উপকূলে মিলছে রাশি রাশি সোনা, ঘূর্ণিঝড় নিভার ভাগ্য খুলে দিল গ্রামবাসীদের
আরও পড়ুন - মর্গে পা কাটতে যেতেই চিৎকার করে উঠল 'মরা', ভুতের ভয়ে পালালেন লাশকাটা ঘরের কর্মী
সক্রিয় মামলা অর্থাৎ চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন ৪,৪৬,৯৫২। গত 24 ঘন্টা কোভিড মুক্ত হয়েছেন ৪৫,৩৩৩ জন। যার ফলে ভারতে করোনা জয়ী রোগীর সংখ্যা এখন ৮৮,৪৭,৬০০।
অন্যদিকে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকাল রিসার্চ বা আইসিএমআর জানিয়েছে, রবিবার গোটা ভারতে করোনার জন্য মোট ৮,৭৬,১৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৯ নভেম্বর অবধি ভারতে মোট কোভিড পরীক্ষা হয়েছে ১৪,০৩,৭৯,৯৭৬টি।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 30, 2020, 1:08 PM IST