- সল্টলেকের সেন্ট্রাল পার্কের পাশের বস্তিতে আগুন
- ২০ টির মত ঝুপড়ি পুড়ে গেছে বলে পুলিশ সূত্রে খবর
- দমকলের দুটো ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে
- জানা গিয়েছে, এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে
সল্টলেকের সেন্ট্রাল পার্কের পাশের বস্তিতে আগুন।ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন। প্রায় ৫০ টির মতো ঝুপড়ি রয়েছে তার মধ্যে ২০ টির মত ঝুপড়ি পুড়ে গেছে বলে পুলিশ সূত্রে খবর।দমকলের ৭ টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।
আরও পড়ুন, 'আদর্শগত আপত্তি', আইএসএফের ৩ নেতা তৃণমূলে যোগ দিতেই বললেন ফিরহাদ
সোমবার সকাল ৮টা নাগাত আচমকাই সল্টলেকের সেন্ট্রাল পার্কের সামনে বস্তিতে আগুন লাগে। ঘন্টাখানেক মধ্য়ে প্রায় অধিকাংশ ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘর ছেড়ে বেরিয়ে পড়েন বাসিন্দারা। মুহূর্তেই গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে প্রাণ বাঁচাতে ছুটে বাইরে আসেন সবাই। স্থানীয় বাসিন্দারাই দ্রুত দমকলকে খবর দেন। এরপরেই ঝুপড়ির সবাইকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসে দমকলের ৭ টি ইঞ্জিন।
যদিও ভোটের মাঝে ভরা গরমে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড কী করে ঘটল , তা জানা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতে খবর মেলেনি।
Last Updated Mar 29, 2021, 6:12 PM IST