- কো-ভ্যাকসিন টিকার প্রথম ডোজ নিলেন ফিরহাদ
- কলকাতায় ইতিমধ্যেই এসেছে ১ হাজার করোনা টিকা
- তৃতীয় পর্যায়ের ক্লিনিক্য়াল ট্রায়াল ডিসেম্বর থেকে শুরু
- ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল শহর কলকাতা
করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ নিলেন ফিরহাদ হাকিম। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী কলকাতা। নাইসেডের আবেদনে আগেই সাড়া দিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আগে জানা গিয়েছিল তিনি বৃহস্পতিবার নেবেন, তবে তার আগেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী কলকাতা।
রাজ্যে প্রথম ডোজ নিলেন ফিরহাদ
প্রসঙ্গত, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন,' নাইসেড আমার সঙ্গে যোগায়োগ করে। পরীক্ষামূলক প্রয়োগের জন্য প্রথম জোড আমাকে দিতে চায়। আমি রাজি হয়েছি। যে দিন বলবে সেদিনই গিয়ে প্রথম ডোজ নেব।' এরপরে ঠিক যে ফিরহাদ কোভিডের প্রথম ডোজ নেবেন বৃহস্পতিবার। তবে তার আগেই করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ নিলেন ফিরহাদ হাকিম। এদিকে বুধবারই আবার নাইসেডে তৃতীয় দফা ট্রায়ালের উদ্ধোধন করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
আরও পড়ুন, ঝাল মোমোয় কামড় দিতে বেরিয়ে পড়ুন দার্জিলিং, রইল কলকাতার কাছে সেরা ঘুরতে যাওয়ার ঠিকানা
হায়দরাবাদ থেকে আনা হয়েছে ১ হাজার টিকা
উল্লেখ্য, কলকাতায় ইতিমধ্যেই এসে পৌছেছে করোনা ভ্যাকসিন। ভারত বায়োটেকের তৈরি কো-ভ্য়াকসিন এসে পৌঁছাছে নাইসেডে। পরীক্ষা মূলক প্রয়োগের জন্য হায়দরাবাদ থেকে আনা হয়েছে ১ হাজার টিকা। ১ হাজার স্বেচ্ছা সেবককে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে। নাইসেডের সূত্রে খবর, ভ্যাকসিনগুলি সংরক্ষণ করা হয়েছে মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায়। কো-ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্য়াল ট্রায়াল ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। আর তার জন্য়েই ১ হাজার করোনা টিকা আনা হয়েছে।পুণের ন্যাশনাল ইন্সটিউট অফ ভাইরোলজি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্য়োগে তৈরি কো-ভ্যাকসিন। ১ হাজার স্বেচ্ছাসেবককে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 2, 2020, 6:01 PM IST