- সোমবার সকালে ব্যাহত হল মেট্রো পরিষেবা
- যান্ত্রিক ত্রুটির কারণে খারাপ হয়ে যায় একটি মেট্রো
- প্রাথমিক পর্বে মেট্রো মেরামতের চেষ্টা করা হয়
- পরিষেবা বন্ধ থাকার কারণে চরম ভোগান্তিতে যাত্রীরা
সোমবার সকালে সাড়ে ৯টা নাগাদ ব্যাহত হল মেট্রো পরিষেবা। এদিকে সপ্তাহের প্রথম দিনে অফিস টাইমে এমন পরিস্থিতিতে চরম অসুবিধার সম্মুখীন হয় নিত্য যাত্রীরা। একে ই-টিকিটের ঝক্কি এবং তার উপর এখনও পরিবহণ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক নয়। তারই মাঝে পরিষেবা ব্য়হত হয়ে নাজেহাল হয় প্রত্যেকেই।
আরও পড়ুন, ঘুরে আসুন ঘাটশিলা, রইল কলকাতার থেকে একটু দূরে সেরা ৫ নতুন ভ্রমণের ঠিকানা
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে দমদম স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে খারাপ হয়ে যায় কবি সুভাষ গামী একটি মেট্রো। প্রাথমিক পর্বে মেট্রো মেরামতের চেষ্টা করা হয় সফল না হওয়ায় ওই গাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মেরামতির জন্য। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে এই কারণে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় পরিষেবা। তারপর অন্য রেক এনে পরিষেবা স্বাভাবিক হয়।
আরও পড়ুন, মন টানছে মাইথনে, আজই বেরিয়ে পড়ুন, রইল কলকাতার কাছেই ঘুরতে যাওয়ার নতুন ৫ ঠিকানা
মেট্রো পরিষেবা বেশ কিছুক্ষণ বন্ধ থাকার কারণে ভিড় হয়ে যায় মেট্রো স্টেশন গুলিতে। ফলে ব্যাহত হয় সামাজিক দূরত্ব বিধি। যদিও মেট্রো আধিকারিকরা তৎপরতার সঙ্গে কাজ করার কারণে দ্রুত স্বাভাবিক হয় মেট্রো।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 7, 2020, 6:17 PM IST