- বাগবাজারে বস্তিতে ভয়াবহ আগুন
- এলাকায় আগুন আতঙ্ক
- আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা
- যুদ্ধকালীন তৎপরতায় দমকল
বাগবাজারের বস্তিতে বিধ্বংসী আগুন লেগে এলাকায় আতঙ্ক। পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু ঝুপড়ি বাড়ি।ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের কুড়িটি ইঞ্জিন। গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। পরপর গ্য়াস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুনের তীব্রতা বাড়ছে। কী কারনে ওই বস্তিতে আগুন লাগল। তার কারন এখনও জানা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা।
আরও পড়ুন-মানিকতলায় ব্যাটারি গুদামে বিধ্বংসী আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের ১০ ইঞ্জিন
মানিকতলায় ব্য়াটারি গোডাউনের পর বাগবাজার। বুধবার সন্ধায় বাগবাজার ক্যানাল রোড সংলগ্ন ব্রিজের নীচে একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে ঝুপড়িতে থাকা গ্য়াস সিলিন্ডার পরপর বিস্ফোরণ হয়। সিলিন্ডার বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছে দমকলের কুড়িটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। সন্ধে পেরিয়ে গেলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার কারণে এলাকায় বাড়ছে আতঙ্ক।
আরও পড়ুন-চিটফান্ড মামলায় গ্রেফতার কেডি সিং, নারদ-কাণ্ডে কী প্রতিক্রিয়া জানালেন ম্যাথু
তবে কী কারনে আগুন লেগেছে। তা এখনও বুঝে উঠতে পারেনি দমকল। বাগবাজারের ওই বস্তিতে প্রতিচি ঝুপড়ি দাহ্য পদার্থ দিয়ে তৈরি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণের আনার চেষ্টা করছে দমকল বাহিনী। আগুনের জেরে ঝুপড়িতে কেউ আটকে পড়েছে কিনা। তা খতিয়ে দেখছে দমকল বাহিনী।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 13, 2021, 9:36 PM IST