করোনায় আক্রান্ত সস্ত্রীক শিয়ালদহ রেল পুলিশ সুপার, পুজোর আগে দায়িত্ব সামলাচ্ছে ৪ ডিএসপি
- করোনায় আক্রান্ত স্স্ত্রীক শিয়ালদহ রেলপুলিশ সুপার
- এদিকে দুজনেই উপসর্গহীন ভাবে আক্রান্ত
- তাই তাঁরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন
- এই মুহূর্তে ৪ ডিএসপি-র দায়িত্বে কাজ চলছে

করোনার নিশানায় এবার শিয়ালদহ রেলওয়ে। কোভিডে আক্রান্ত হলেন শিয়ালদহ রেলপুলিশের সুপার চিকিৎসক বাদানা বরুন চন্দ্রশেখর। করোনায় আক্রান্ত তাঁর স্ত্রীও। এদিকে পুজোর আগে এমন ঘটনায় উদ্বেগের মুখে রেল পুলিশ।
এদিকে দুজনই উপসর্গহীন ভাবে আক্রান্ত। তাই তাঁরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন। রিপোর্ট পাওয়ার পরই সুপারের দফতারটি স্য়ানিাটইজ করা হয়েছে। তবে পুজোর আগে এমন ঘটনায় উদ্বেগে পড়েছেন অনেকেই। রেল পুলিশের সুপার আক্রান্ত হওয়ায় এই মুহূর্তে ৪ ডিএসপি-র দায়িত্বে কাজ চলছে। এদিকে অনেক আধিকারিকই ইতিমধ্য়েই সুপারের সংস্পর্শে এসেছেন , তাঁর সঙ্গে বৈঠক করেছেন। তবে তাঁদের কাউকেই কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দেয়নি রেল।
আরও পড়ুন, পুজোর আগেই ধামাকা উপহার, ই-পাসের সংখ্যা বাড়ছে কলকাতা মেট্রোয়
অপরদিকে পুজোর সময় রেলে দায়িত্ব বাড়তে চলেছে। ট্রেনের সংখ্য়াও বাড়ছে। যদিও লোকাল ট্রেন চালু হয়নি। তাই পুজোর মরশুমে ১৯ অক্টোবর থেকে একাদশী অবধি টানা দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে। নিরাপত্তার তাই কোনও ফাঁক থাকছে না।
আরও পড়ুন, ভিসা ছাড়াই বিশ্ব-ভ্রমণ, বহাল তবিয়তে এই ১৬ টি দেশে ঘুরে আসতে পারবেন ভারতীয়রা, দেখুন ছবি
আরও পড়ুন, পুজোর আগেই ধামাকা উপহার, ই-পাসের সংখ্যা বাড়ছে কলকাতা মেট্রোয়
বিষম খেয়ে শিশু মৃত্যু, হাসপাতালকে জরিমানা কমিশনের, কোভিড-ক্রাইমে ফের অভিযুক্ত ডিসান
চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের
কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন