সংক্ষিপ্ত
দলীপ ট্রফিতে প্রত্যাবর্তনের ম্যাচে প্রথম ইনিংসে ১০ বল খেলে ৭ রান করে আউট হয়ে গেলেও, দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করলেন ঋষভ পন্থ। এই উইকেটকিপার-ব্যাটারের দুর্দান্ত অর্ধশতরানের সুবাদে ইন্ডিয়া এ-র বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, দিনের শেষে লড়াইয়ে থাকল ইন্ডিয়া বি। ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৭ বলে ৬১ রান করেন ঋষভ। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ৩৬ বলে ৪৬ রান করেন সরফরাজ খান। প্রথম ইনিংসে ১৮১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান সরফরাজের ভাই মুশির খান। ইন্ডিয়া বি দলের ওপেনার যশস্বী জয়সোয়াল ৯ রান করেন। অপর ওপেনার তথা অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৪ রান করেন। নীতীশ রেড্ডি করেন ১৯ রান। দিনের শেষে ৬ রান করে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করেছে ইন্ডিয়া বি। ২৪০ রানে এগিয়ে ইন্ডিয়া বি।
টেস্ট সিরিজের আগে ছন্দে ঋষভ
২০২২ সালের ডিসেম্বরের পর এবারই প্রথম লাল বলের ক্রিকেটে খেলছেন ঋষভ। শনিবার প্রথম শ্রেণির ক্রিকেটে ২০-তম অর্ধশতরান করলেন এই তারকা। তিনি এদিন ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন। প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতে না পারলেও, দ্বিতীয় ইনিংসে দলের কঠিন পরিস্থিতিতে ইনিংসের হাল ধরেন ঋষভ। তিনি সরফরাজকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন। এই দুই ব্যাটার ৫৫ বলে ৭২ রান যোগ করেন। জাতীয় দলের সতীর্থ কুলদীপ যাদবকেও আক্রমণ করেন ঋষভ।
টেস্টে প্রত্যাবর্তনের পথে ঋষভ
কিছুদিন পরেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। টেস্ট সিরিজে প্রত্যাবর্তন ঘটানোর পথে ঋষভ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
স্ত্রী রিভাবা বিধায়ক, সদস্য সংগ্রহ অভিযানে বিজেপি-তে যোগ রবীন্দ্র জাডেজার
'৫৫ লক্ষ অনেক টাকা,' কলকাতা নাইট রাইডার্সের পারিশ্রমিক নিয়ে সোজাসাপটা জবাব রিঙ্কুর
'আমার ছেলের ভারতরত্ন পাওয়া উচিত ছিল, জীবন নষ্ট করে দিয়েছে ধোনি,' ফের তোপ যুবরাজের বাবার