অলিম্পিকের নিয়ম
(Search results - 1)SportsFeb 3, 2021, 8:19 PM IST
মহামারিকালে টোকিও অলিম্পিকের নতুন নিয়ম, প্রকাশ করা হল একগুচ্ছ বিধি নিষেধ
অলিম্পিক হচ্ছে। বুধবার আন্তর্জাকির অলিম্পিক কমিটি, আন্তর্জাতিক প্যারা-অলিম্পিক কমিটি ও টোকিও ২০২০ আন্তর্জাতিক ফেডারেশন প্রথম দফায় প্লেবুক প্রকাশ করেছে। সেখানেই করোনা-মহামারি সম্পর্কি বিধিনিষেধ নিয়ে একগুচ্ছ সতর্কতা প্রকাশ করা হয়েছে। রুলবুকে বলা হয়েছে, অনুমতি ছাড়া অলিম্পিক গেমসের সঙ্গে যুক্তরা যেন পাব্লিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন। ক্রীড়াবিদদের সমর্থন করার সময় জোরে জোরে গান না করার কথাও বলা হয়েছে।