Update Features  

(Search results - 1)
  • <p>সুখবর আনছে হোয়াটসঅ্যাপ, জুম এর মত &nbsp;গ্রুপ কলিং-এ সদস্য সংখ্যা বাড়াতে যুক্ত হচ্ছে নয়া ফিচার</p>

    TechnologyApr 18, 2020, 10:42 AM IST

    সুখবর আনছে হোয়াটসঅ্যাপ, জুম এর মত গ্রুপ কলিং-এ সদস্য সংখ্যা বাড়াতে যুক্ত হচ্ছে নয়া ফিচার

    করোনার কারণে, বিশ্বব্যাপী সামাজিক দূরত্ব বজায় রাখতে জোর দেওয়া হচ্ছে। মানুষেরা তাদের বাড়িতে এবং তাদের আত্মীয়স্বজন এবং বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখতে ঘরবন্দি।  এমন পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ সকলকে কার্যত সংযোগ করার প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটি একটি নতুন ফিচার নিয়ে আসছে,  যেখানে একাধিক ব্যবহারকারী একসঙ্গে গ্রুপ কলিং করতে সক্ষম হবেন। বর্তমানে চারজন ব্যবহারকারী এক সঙ্গে কল করতে পারেন। সেই সংখ্যাই এবার বাড়াতে চলেছে হোয়াটসঅ্যাপ।