'চরম দুঃখ-কষ্টেও আশা-ভরসা ছাড়তে নেই', রবি ঠাকুরের স্মরণে ঋতুপর্ণা সেনগুপ্ত

May 09 2022, 02:38 PM IST

 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে নিজের মনের বাসনা প্রকাশ করেছেন টলি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।  অভিনেত্রী বলেছেন, বাবা তখন মৃত্যুশয্যায়, আমরা তখন সবাই ভীষণ কষ্টে রয়েছি। বাবা মৃদুস্বরে বললেন মনে কী দ্বিধা রেখে চলে গেলে গানটি গাইতে। এই মুহূর্তটা আজও ভাবলে আশ্চর্য লাগে যে রবি ঠাকুর আমাদের অস্তিত্বের কতটা গভীর বাস করেন। শান্তিনিকেতনের আশ্রম ছাড়ার সময় এই গানই শুনতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিই হলেন আমাদের সাহিত্য-সংস্কৃতি-অস্তিত্ব-ভাষা সবকিছু। মানুষের জীবনে যখনই অন্ধকার নেমে আসে তখনই রবীন্দ্রনাথ তার চেতনায়  আমাদের অন্তরের সমস্ত আঁধার দূর করেন নিমেষে। প্রদীর জ্বেলে সমস্ত অন্ধকার কাটিয়ে আলোর দিশা দেখান এই রবীন্দ্রনাথ ঠাকুর।