স্মার্টফোনের বিক্রি বাড়াতে মাসিক কিস্তিতে জোড় দেওয়ার পরিকল্পনা টেলিকম শিল্পের

Mar 15 2022, 07:02 PM IST

সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে চর্চা চললেও তাতে খুব একটা সাফল্য যে আসেনি সে কথা বলাই বাহুল্য। এই প্রসঙ্গে টেলি শিল্পমহলের একাংশের বক্তব্য, প্রযুক্তিগত ভাবে এই মুহুর্তে আর সস্তার স্মার্টফোন তৈরি করা সম্ভব নয়। তবে আমজনতার কাছে স্মার্টফোনকে সহজলভ্য করার জন্য দাম মেটানোর ক্ষেত্রে কিস্তির ব্যবস্থার মতো বিকল্প পথ খোঁজা অত্যন্ত জরুরি। কিস্তির মাধ্যমে যদি স্মার্টফোন সস্তা ও সহজলোভ্য হয় তাহলে স্মার্টফোনের বিক্রি বাড়ারও সম্ভবনা থাকবে। আরও বেশি সংখ্যক মানুষের কাছে স্মার্টফোন পৌঁছে যাবে। থ্রি জি ও ফোর জি এমন কি ফাইভ জি পরিষেবা উপভোগ করার সুযো পাবে গ্রাহকরা।