রাশিয়ান টিভি চ্যানেলে যুদ্ধবিরতির অভিনব প্রচেষ্টা, লাইভ বুলেটিনে চমক চ্যানেল এডিটরের

Mar 15 2022, 02:48 PM IST

এবার যুদ্ধ বিরতি চেয়ে খোদ রাশিয়ান টিভি চ্যানেলের এক অভিনব কান্ডকারখানায় নড়েচড়ে বসেছে গোটা দুনিয়া। সোমবার রাশিয়ার একটি জনপ্রিয় টিভি চ্যানেলে যখন খবর সম্প্রচার করা হচ্ছিল তখন সেই টিভি চ্যানেলের এডিটর মারিনা অভসায়ানিকোভা ঘটালেন এক উদ্ভট কান্ড। বুলেটিন চলাকালীনই সঞ্চালকের পিছনে প্ল্যাকার্ড হাতে হঠাৎ করে আবির্ভাব হয় তাঁর। সেখানে ইংরাজি লেখা লাইনগুলোর অর্থ হল এবার যুদ্ধ বন্ধ হোক। উল্লখ্য, রাশিয়ার প্রথম সারির নিউজ চ্যানেল ওয়ানের এডিটর  মারিনা অভসায়ানিকোভার ব্যানারে লেখা লেখা ছিল, যুদ্ধ বন্ধ করুন..আর যুদ্ধ নয়..আর প্রোপাগন্ডাতে মোটেই বিশ্বাস করা উচিত করা উচিত নয়।