Dinesh Gupta: বিপ্লবী আড়ালে দার্শনিক না কি লেখক আসলে কে ছিলেন দীনেশ গুপ্ত জেনে তাঁর অজানা কাহিনি

Dec 06 2021, 08:03 PM IST

বিপ্লবী বিনয় বাদল ও দীনেশ প্রথমে ইন্সপেক্টর জেনারেল  সিম্পসনকে হত্যা করে ও তারপর রাইটার্স বিল্ডিংভবনে অভিযান চালায়। বিপ্লবীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ শুরু হয়। বাদল গুপ্ত সঙ্গে নিয়ে আসা পটাসিয়াম সায়ানাইড খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অন্যদিকে বিনয় এবং দিনেশ নিজেদের রিভলবার দিয়ে নিজেদেরকেই গুলি করে। বিনয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই সে মারা যায়। বেঁচে যায় দীনেশ। সরকার বিরোধী কর্মকাণ্ড ও পুলিশ অফিসারকে খুনের জন্য দীনেশের ফাঁসি হয়। কে এই দীনেশ গুপ্ত?  লিখছেন অনিরুদ্ধ সরকার