মোদী বনাম রাহুল মানে কন্যা বনাম মিথুন! জ্যোতিষী যুদ্ধে এগিয়ে কে

Apr 29 2019, 04:37 PM IST

মির্জা গালিব লিখেছিলেন, 'নসিব উনকে ভি হোতে হ্যায় যিনকে হাত নাহি হোতে'। কিন্তু, সেকথা কে শুনছে? পরীক্ষা থেকে শারীরিক অসুস্থতা - সমস্যায় পড়লে অনেকেই হাত বাড়িয়ে ছোটেন তোতা পাখি বা ট্যারো কার্ড নিয়ে বসে থাকা ভবিষ্যত-বক্তাদের কাছে। ভবিষ্যত আগে থেকে জানা থাকলে, তা নিজের মতো নিয়ন্ত্রণ করা যাবে - এই ভাবনা থেকে মুক্ত হওয়া কঠিন। রাজনীতির কারবারিরাও ব্যতিক্রম নন। জ্যোতিষীর কথা মতো প্রত্যেক পা ফেলেন এমন রাজনীতিবিদের অভাব নেই আমাদের দেশে। আর এক্সিট পোলের উপর কোপ পড়লেও নির্বাচন কমিশন কিন্তু জ্যোতিষীদের ভবিষ্যতবাণীর উপর কোনও বিধি নিষেধ আরোপ করেনি। কাজেই ভোটের মরসুমে বিভিন্ন প্রথিতযশা ভবিষ্যত-বক্তাদের গণনালব্ধ ফলাফলের ফুলঝুড়ি ঝড়ছে।