স্বস্তি নেই সলমনের, কৃষ্ণসার হরিণ মামলার শুনানি হবে রাজস্থান হাইকোর্টে

Mar 22 2022, 09:13 AM IST

সম্প্রতি বলিউড অভিনেতা সলমন খানের (Salman Khan)বিরুদ্ধে ১৯৯৮ সালে হরিণ শিকার মামলা রাজস্থান হাইকোর্টে (Rajasthan High Court) স্থানান্তর করা হয়েছে। প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের মামলার বদলির আবেদন মঞ্জুর করে রাজস্থান হাইকোর্ট। অভিনেতার আবেদন এখন থেকে উচ্চ আদালতে শুনানি হবে। কৃষ্ণসার হরিণ শিকারের মামলাটি গত দুই দশক ধরেই বারেবারে আলোচনায় উঠে এসেছে সলমন খান (Salman Khan) । 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিং চলাকালীন যোধপুরের কাছে কাঙ্কানি গ্রামের ভাগোদা কি ধানিতে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল ভাইজানের উপর।  সলমনের বিরুদ্ধে ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন,১৯৭২-এর ৯/৫১ ধারায় অভিযোগ আনা হয়। ১৯৯৮ সালে ১-২ অক্টোবর ঘটনাটি ঘটেছিল। এবার থেকে  কৃষ্ণসার হরিণ শিকারের মামলার শুনানি উচ্চ আদালতে হবে।