বসন্তের পোড়া রোদে বাসন্তি পুজোয় দুই পদার্থবিদ, মুখোমুখি দেবীপ্রসাদ ও সুস্মিতা

Apr 10 2022, 08:20 AM IST

বিজ্ঞান হল যুক্তি-তর্কের গবেষণার এক ফল। কিন্তু, সমাজ জীবনের দর্শন বা ধর্মীয় আধ্যাত্মবাদকে উহ্য করেই কি বিজ্ঞানের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হতে পারে? অথবা যদি বলা হয় বিজ্ঞানের উৎসের পিছনে কি, আর বিজ্ঞানের ব্যাখ্যাটাই বা কিসের উপর ভিত্তি করে-দর্শন-পৃথিবীর সারবস্তু অথবা অন্যকিছু! যাই বলা হোক না কেন- বিজ্ঞান যে দর্শনকে উহ্য রেখে ব্যাখ্যা দিতে পারে বা জীবনরহস্যের কথা বলতে পারে তেমন প্রমাণ খুব একটা মেলেনি এখনও। অনেকে বলেন বিজ্ঞান সেটাই যা সভ্যতা ও বিশ্বের আধারের উপর একটি যুক্তি তর্কের ব্যাখ্যা তৈরি করে।