একধাক্কায় আরও বেড়ে গেল সোনার দাম, রূপোর দাম কোথায় ঠেকল, জেনে নিন হলমার্কের বাজারদর

May 25 2022, 09:59 AM IST

অগ্নিমূল্য বাজারে  যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। তার উপর  সোনার দামও চড়চড়িয়ে বাড়ছে। একদিন কমছে তো পরের দিন আবার বাড়ছে। বেশ কয়েকদিন ধরে অনেকটাই দাম কমেছিল সোনার। লাগাতার কমার পর ফের উর্ধ্বমুখী সোনার দাম।  আবারও একধাক্কায়  বেড়ে গেল সোনার দাম। প্রতিদিনই এই সোনার দাম বাড়া কমা লেগেই রয়েছে। গতকালের তুলনায় একধাক্কায়  দাম বাড়ল সোনার। তবে শুধু সোনাই নয় রূপোর দামও অনেকটাই বেড়েছে। বুধবার   ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।
 

ফের উর্ধ্বমুখী সোনার দর, রবিবাসরীয় বাজারে সোনা কিনতে নাজেহাল আমক্রেতা

Mar 06 2022, 08:43 AM IST

শনিবার যেখানে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৭০০ টাকা ও ৭৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, রবিবারও বিশ্ববাজারে শনিবার ও রবিবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম বৃদ্ধির হার একই রয়েছে। ৫ মার্চ শনিবার যেখানে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম ছিল যথাক্রমে ৪৭ হাজার ৭০০ টাকা ও ৫২ হাজার ০৪০ টাকা সেখানে দাম বৃদ্ধি পেয়ে আজ ৬ মার্চ রবিবার বিশ্ববাজারে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৮ হাজার ৪০০ টাকা ও প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর পৌঁছেছে ৫২ হাজার ৮০০ টাকা।