দাম্পত্য সুখ জোটে না এদের ভাগ্যে, সহজে বিয়ে করতে চান না এরা

বিয়ের পর সকলের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়। কথায় আছে জন্ম- মৃত্য- বিয়ে তিন বিধাতা নিয়ে। বিয়ের পর শুধু মেয়ে নয়, ছেলেদের জীবনেও পরিবর্তন আসে বিয়ের পর। বিয়ে নিয়ে সকলের আলাদা ধারণা। কেউ সহজে বিয়ে করতে চান না, আবার বিয়ের ব্যাপারে অনেকে সব সময় এক পা এগিয়ে থাকেন। তবে, সব শেষ সুখী দাম্পত্য জীবন সকলের কাম্য। 

Share this Video

কিন্তু, শাস্ত্র মতে মানুষ তার ভাগ্য নিয়ে জন্মায়। তাই কার ভাগ্যে কতটা দাম্পত্য সুখ আছে তা কেউই বলতে পারেন না। আজ রইল চার রাশির কথা। বিয়ের সুখ সহজে জোটে না এদের ভাগ্যে। শাস্ত্র মতে, এরা সহজে বিয়ে করতে চান না। তেমনই বিয়ে করতে চাইলেও এদের বিয়ে হতে নানান বাধা আসে। দেখে নিন তালিকায় কে আছে।

Related Video