বাম মানসিকতার কারণেই গত ৮ বছরে সরকারি আনুকুল্য পায়নি 'চেতনা' নাট্যদল?

২২ নভেম্বর ৫০ বছর পূর্তি অরুণ মুখোপাধ্যায়ের চেতনা নাট্যদলের। ২৭ অক্টোবর ভাইফোঁটার দিন থেকেই সাজ সাজ রব একাডেমি অফ ফাইন আর্টস সভাগৃহে। সুবর্ণজয়ন্তীতে কী হবে আর কী হবে না? তারই আগাম সংবাদিক বৈঠক দলের প্রতিষ্ঠাতা এবং দুই কর্ণধারের। অরুণ মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এ দিন মুখোমুখি সুমন মুখোপাধ্যায়, সুজন ওরফে নীল মুখোপাধ্যায়। দলের দায়িত্ব বর্তমানে নীলের কাঁধে। 

Share this Video

চলতি বছরে শুধু ‘চেতনা’-রই ৫০ বছর নয়। ৫০ বছরে পা রাখবে দলের নাটক ‘মারীচ সংবাদ’ও। মঞ্চসফল এই নাটকের জনক অরুণ মুখোপাধ্যায়। এ ছাড়াও, নাট্যদলের ঝুলিতে ‘তিস্তাপারের বৃত্তান্ত’, ‘মেফিস্টো’, ‘ঘাসিরাম কোতয়াল’-এর মতো মঞ্চসফল নাটক তো আছেই। সাংবাদিক বৈঠকেই কথায় কথায় নীলের হাল্কা অভিমান, ‘’৫০ বছর ধরে একটি নাট্যদল স্বমহিমায় বর্তমান। তার পরেও গত ৮ বছরে কোনও সরকারি আনুকুল্য পায়নি ‘চেতনা’!’’ নাটকপাড়া বলে, চেতনা নাকি সামান্য বাম-ঘেঁষা। তাই কি মুখ্যমন্ত্রীর নেকনজরে নেই? বৈঠকে যদিও এই প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি। তবে সুমন এবং নীল উভয়েই আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সেই সব দর্শকদের, যাঁদের ভালবাসায় ‘চেতনা’ নাট্যদুনিয়ায় এই নতুন ইতিহাস লিখতে চলেছে।

Related Video