Nirbhaya: মুক্তির পথে 'নির্ভয়া', ছবির কাহিনি নিয়ে একান্ত সাক্ষাৎকারে অংশুমান প্রত্যুষ

১২ নভেম্বর মুক্তি পাচ্ছে নির্ভয়া (Nirbhaya)। ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ (Anshuman Pratyush)। ছবির প্রযোজক অমরিক সিং সাইনি। ছবির প্রযোজনা সংস্থা অমরিক এন্টারটেনমেন্ট স্পেস। দুষ্কৃতীদের হাতে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী। এই ঘটনায় সে গর্ভবতী হয়ে পড়ে- এই নিয়ে শুরু হয় লড়াই। ১৩ বছরের ধর্ষিতা কিশোরীর গর্ভপাত করাতে শুরু হয় মামলা। এই মামলার ঘটনাপ্রবাহে উঠে আসে নানা প্রশ্ন। সেই সব প্রশ্নকে সামনে রেখে এগিয়েছে চিত্রনাট্য। ছবির মূল চরিত্র 'পটলকুমার' খ্যাত হিয়া দে। এছাড়াও রয়েছেন গৌরব চক্রবর্তী, শ্রীলেখা মিত্র। বিশেষ চরিত্রে রয়েছে প্রিয়ঙ্কা সরকার, শান্তিলাল। নির্ভয়া-র কাহিনি নিয়ে একান্ত সাক্ষাৎকারে (Interview) অংশুমান প্রত্যুষ। তিনি জানিয়েছেন, আইনকে চ্যালেঞ্জ করা তাঁর উদ্দেশ্য নয়। তিনি একটি সামাজিক সমস্যাকে তুলে ধরেছেন, দাবি অংশুমানের। এই সমস্যাকে নিয়ে মানুষ চিন্তা করুক এবং রাস্তা বের করুক। এটাই নাকি তাঁর উদ্দেশ্য বলে জানিয়েছেন অংশুমান। এই ছবির তাঁর ৭ বছরের মেয়েকে উৎসর্গ করেছেন। সাক্ষাৎকারে এমনও জানিয়েছেন অংশুমান প্রত্যুষ।

/ Updated: Nov 11 2021, 10:50 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

১২ নভেম্বর মুক্তি পাচ্ছে নির্ভয়া (Nirbhaya)। ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ (Anshuman Pratyush)। ছবির প্রযোজক অমরিক সিং সাইনি। ছবির প্রযোজনা সংস্থা অমরিক এন্টারটেনমেন্ট স্পেস। দুষ্কৃতীদের হাতে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী। এই ঘটনায় সে গর্ভবতী হয়ে পড়ে- এই নিয়ে শুরু হয় লড়াই। ১৩ বছরের ধর্ষিতা কিশোরীর গর্ভপাত করাতে শুরু হয় মামলা। এই মামলার ঘটনাপ্রবাহে উঠে আসে নানা প্রশ্ন। সেই সব প্রশ্নকে সামনে রেখে এগিয়েছে চিত্রনাট্য। ছবির মূল চরিত্র 'পটলকুমার' খ্যাত হিয়া দে। এছাড়াও রয়েছেন গৌরব চক্রবর্তী, শ্রীলেখা মিত্র। বিশেষ চরিত্রে রয়েছে প্রিয়ঙ্কা সরকার, শান্তিলাল। নির্ভয়া-র কাহিনি নিয়ে একান্ত সাক্ষাৎকারে (Interview) অংশুমান প্রত্যুষ। তিনি জানিয়েছেন, আইনকে চ্যালেঞ্জ করা তাঁর উদ্দেশ্য নয়। তিনি একটি সামাজিক সমস্যাকে তুলে ধরেছেন, দাবি অংশুমানের। এই সমস্যাকে নিয়ে মানুষ চিন্তা করুক এবং রাস্তা বের করুক। এটাই নাকি তাঁর উদ্দেশ্য বলে জানিয়েছেন অংশুমান। এই ছবির তাঁর ৭ বছরের মেয়েকে উৎসর্গ করেছেন। সাক্ষাৎকারে এমনও জানিয়েছেন অংশুমান প্রত্যুষ।