চলছে ফাইনাল টাচ, গোলাপি বিপ্লবের দিনই হবে ইন্ডোরের উদ্বোধন

নভেম্বরের ২২ তারিখ উদ্বোধন করা হবে ইডেনের ইন্ডোরের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এই ইন্ডোরের। 

/ Updated: Nov 19 2019, 07:04 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গত কয়েক বছর ধরে কাজ চলছে। এবার সেই কাজ শেষের পথে। এখন চলছে ফাইনাল টাচ। ২২ নভেম্বর গোলাপি টেস্টের প্রথম দিনই উদ্বোধন করা হবে নতুন রূপে সেজে ওঠা ইডেনের ইন্ডোর স্টেডিয়ামের। অত্যাধুনিক জিম থেকে কনফারেন্স রুম, চারটি উইকেট বা বোলিং মেশিন সবই থাকতে চলেছে নতুন ভাবে সেজে ওঠা ইন্ডোরে। ২২ নভেম্বর ইডেনে শুরু পিঙ্ক বল টেস্ট। সেদিনই বংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে শুভ সূচনা। ২২ তারিখ উদ্বোধন হয়ে গেলেও আরও কয়েকদিন পর থেকে অনুশীলনের জন্য ব্যবহার করা যাবে এই ইডেনের ইন্ডোরকে।