বিহানকে পিছনে নিয়ে নিয়ে স্কুটিতে খুকুমণি, ধরাবাহিকে আসছে বড় চমক

খুকুমণি ধারাবাহিকে চলছে এখন টানটান উত্তেজনা। বিহান এবং খুকুর দ্বিতীবার বিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে এখন ধারাবাহিকে। খুকুমণি আর বিহানের সত্যি কি বিচ্ছেদ হবে, সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন দর্শকরা। 

Share this Video

খুকুমণি ধারাবাহিকে চলছে এখন টানটান উত্তেজনা। বিহান এবং খুকুর দ্বিতীবার বিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে এখন ধারাবাহিকে। খুকুমণি আর বিহানের সত্যি কি বিচ্ছেদ হবে, সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন দর্শকরা। আর এই খুকুমণি হোম ডেলিভারি ধারাবাহিকেরই এক গুরুত্বপূর্ণ দৃশ্য এবার সামনে এল সোশ্যাল মিডিয়ার হাত ধরে। চলুন দেখেনি সেই ভিডিও। আলাদা আলাদা মানুষের সঙ্গে খুকু বিহানের বিয়ে দেওয়ার সরজন্ত্রে কি বিচ্ছেদ হবে তাদের নাকি জয় হবে তাদের ভালো বাসার এই প্রশ্নের উত্তরে র খোজে দিন কাটছিল দর্শকদের। আর তাই টান টান উত্তেজনা চলছিল ধারাবাহিকে। কিন্তু খুব প্রযোজনায় এক দৃশ্যের শুটিং এর ভিডিও এবার সামনে এল। প্রসঙ্গত, একের পর এক নতুন মোড় নিচ্ছে খুকুমণি হোম ডেলিভারি ধারাবাহিক। এবার খুকুমণি হোম ডেলিভারির এক নতুন ভিডিও সামনে এল। প্রথম থেকেই দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। দর্শকদের মনে যে এই ধারাবাহিক একটা জায়গা করে নিয়েছে তা টিআরপি তালিকা দেখলেই বেশ বোঝা যায়। ১ থেকে ১০-এর মধ্যেই থাকছে এখন এই ধারাবাহিক। আর এই ধারাবাহিকেরই শ্যুটিং ভিডিও আরও একবার সামনে এল।

Related Video