শ্যুটিং ফ্লোরে কেক কেটে বার্থডে সেলিব্রেশন 'লক্ষ্মী কাকিমা'র

মঙ্গলবারই ছিল অপরাজিতা আঢ্য-র জন্মদিন। এই দিনটাকেই আরও স্পেশাল করে তুলল টিম 'লক্ষ্মী কাকিমা'। ফ্লোরেই হৈ চৈ করে হল অভিনেত্রী-র জন্মদিন পালন। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিও।

Share this Video

জন্মদিনটা সবার কাছেই খুব স্পেশাল। এই দিনে সারপ্রাইজ পেলে এই দিনটা আরও স্পেশাল হয়ে ওঠে। মঙ্গলবারই ছিল সকলের প্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য-র জন্মদিন। আর এই দিনটাকে আরও একটু স্পেশাল করে তুলল টিম লক্ষ্মী কাকিমা। ফ্লোরেই হৈ চৈ করে হল অভিনেত্রী-র জন্মদিন পালন। আর এই সারপ্রাইজ পেয়ে আপ্লুত অভিনেত্রী। মনের আনন্দে নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এক ভিডিও। ভিডিওটি পোস্ট করে অপরাজিতা আঢ্য ক্যাপশনে লিখেছেন, লক্ষ্মী কাকিমা সুপারস্টার-এর ফ্লোরে জন্মদিন পালন হল, কী যে আনন্দ পেয়েছি কি বলব। ধন্যবাদ সুশান্ত, ধন্যবাদ ইউনিট এর সবাইকে এবং zee বাংলা-কে নতুন ছন্দে জীবনটা বেঁধে দেওয়ার জন্য। জন্মদিনে এমন সারপ্রাইজ পেয়ে অভিনেত্রী যে বেজায় খুশি তা আর বলার অপেক্ষা রাখেনা। তবে শুধু শ্যুটিং ফ্লোরেই নয় জন্মদিন পালিন হয়েছে তাঁর বাড়িতেও। বাড়িতেও কেক কেটেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একটি ভিডিও।

Related Video