Yuvaan viral video: বাড়ির পোষ্যকে কড়া শাসন ইউভান-এর, ভিডিও ভাইরাল

ইউভানের নানান ছবি উঠে আসে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। ছেলের একটু করে বেড়ে ওঠা এনজয় করছেন রাজ-শুভশ্রীও। ইউভানের নানা কান্ড ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। সামনে এল তেমনি এক মজার ভিডিও। 

Share this Video

প্রতিদিনই একটু একটু করে বেড়ে উঠছে ছোট্ট ইউভান। তার বেড়ে ওঠার নানান মুহূর্তের ভিডিও শেয়ার করেন রাজ-শুভশ্রী। ইউভানের নানান ছবি উঠে আসে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। ছেলের একটু করে বেড়ে ওঠা এনজয় করছেন রাজ-শুভশ্রী। ইউভানের নানা কান্ড ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। ইউভান যে এখন এক ছোট্ট তারকা তা বলাই বাহুল্য। নানান সময় তাঁর নানান মজার মজার ভিডিও দেখা যায়। ইউভানের আরও ছোট বয়সের এক ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় সেখানে ইউভানকে দেখা যায় বাবার কোলে বসেই গাড়ি চালানোর চোষ্টা করছে। এখন অনেকটাই বড় হয়েছে ইউভান হামাগুড়ির বদলে হাটতে শিখেছে সে। এমনকী ছুটেও বেড়াতে দেখা যাচ্ছে এখন তাকে। কখনও আবার ফুটবল খেলছে সে। এবার সামনে এল তেমনি এক মজার ভিডিও। বাড়ির পোষ্যকে বেশ শাসন করেই খাবার খাওয়াচ্ছেন ইউভান। এমনই এক ভিডিও এবার সামনে এল।

Related Video